×

জাতীয়

বিএসএমএমইউর উপাচার্য ঢাবি’র সিনেট সদস্য মনোনীত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২২, ০২:৪৯ পিএম

বিএসএমএমইউর উপাচার্য ঢাবি’র সিনেট সদস্য মনোনীত

ডা. মো. শারফুদ্দিন আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। ঢাবি আইন-১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১)(জি) অনুযায়ী তাকে মনোনিত করা হয়। বুধবার (১৩ এপ্রিল) ঢাবি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত সংশ্লিষ্ট পত্রে এ তথ্য জানানো হয়।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই চক্ষু বিশেষজ্ঞ গত বছর ২৯ মার্চ বিএসএমএমইউ’র উপাচার্য হিসেবে দায়িত্বভার নেন। তিনি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব হিসেবে এবং বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (প্রশাসন), প্রিভেনটিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদের ডিন, কমিউিনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এই বিশ্ববিদ্যালয়ে তিনি দীর্ঘদিন সিন্ডিকেট সদস্য ও একাডেমিক কাউন্সিলের দায়িত্বে ছিলেন। তিনি বিএসএমএমইউ’র স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে কেন্দ্রীয় স্বাধীনতা চিকিৎসক পরিষদের কার্যনির্বাহী সদস্য। অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ অফথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ-এর পরপর ৩ বার নির্বাচিত সভাপতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App