×

আন্তর্জাতিক

পাকিস্তানে গণতান্ত্রিক রাজনীতিতে গভীর সংকট: হোয়াইট হাউস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ০১:২৩ পিএম

পাকিস্তানে গণতান্ত্রিক রাজনীতিতে গভীর সংকট: হোয়াইট হাউস

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি

পাকিস্তানে গণতান্ত্রিক রাজনীতিতে গভীর সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি। সোমবার দেশটিতে শেহবাজ শরীফের প্রধানমন্ত্রী হওয়ার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই প্রথম মন্তব্য এলো। খবর জিও নিউজের।

এর আগে শনিবার জাতীয় পরিষদে ১৩ ঘণ্টার এক অধিবেশনে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান খান। সোমবার পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হন শেহবাজ শরীফ। এসময় জাতীয় পরিষদে দেয়া এক ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সমতার ভিত্তিতে।

২০১৮ সালের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সাবেক ক্রিকেটার ইমরান খান। ক্ষমতায় এসেই তিনি দুর্নীতি প্রতিরোধ ও সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু পাকিস্তানের অন্য শাসকদের মতো ইমরান খানকেও মেয়াদ শেষ না করেই ছেড়ে দিতে হলো প্রধানমন্ত্রীর পদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App