×

আন্তর্জাতিক

নিজেকে ঋণ খেলাপি ঘোষণা শ্রীলঙ্কার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ০৩:০৮ পিএম

নিজেকে ঋণ খেলাপি ঘোষণা শ্রীলঙ্কার

শ্রীলঙ্কায় বিক্ষোভ

নিজেকে ঋণ খেলাপি হিসেবে ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা। মঙ্গলবার (১২ এপ্রিল) শ্রীলঙ্কার রিজার্ভ তলানিতে ঠেকে যাওয়ায় ৫১০ কোটি ডলারের বৈদেশিক ঋণ শোধ করতে পারবে না বলে জানায় দেশটির সরকার। খবর এনডিটিভির।

খাদ্য ও জ্বালানির তীব্র সংকট এবং বিদ্যুৎ ঘাটতির কারণে শ্রীলঙ্কায় গত কয়েক সপ্তাহ ধরে চলছে বিক্ষোভ। বলা হচ্ছে, ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর এ বছরই সবচেয়ে অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। এমতাবস্থায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে সাধারণ জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। এদিকে দেশটির অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন দেশের সরকারকে যথাসময়ে ঋণ পরিশোধ করতে না পারায় আমরা দুঃখ প্রকাশ করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App