পাকিস্তান সংসদ থেকে পদত্যাগ করেছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পিটিআইয়ের সদস্যরা। তারা সংসদ অধিবেশনও বর্জন করেছেন।
গতকাল শনিবার থেকেই এ ধরনের গুঞ্জন চলছিল। এদিকে সোমবার (১১ এপ্রিল) সকাল থেকেও একই গুঞ্জন চলতে থাকে রাজেনৈতিক অঙ্গনে। অবশেষে গুঞ্জনই সত্য হলো।
এর আগে সূত্রের বরাতে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগেই পার্লামেন্ট থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন পিটিআই চেয়ারম্যান। তিনি তার দলের সব এমপিকেও পদত্যাগের নির্দেশ দিয়েছেন। তিনি কোনো ভাবেই দেশের বিরুদ্ধে বিদেশী ষড়যন্ত্রকে মেনে নেবেন না। বিদেশি এজেন্টদের সঙ্গে তিনি ও তার দল সংসদে বসতে পারে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।