×

আন্তর্জাতিক

হাল ছাড়ছেন না ইমরান, তার প্রধানমন্ত্রী প্রার্থী মেহমুদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ০৪:১৬ পিএম

হাল ছাড়ছেন না ইমরান, তার প্রধানমন্ত্রী প্রার্থী মেহমুদ

অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব হারানো ইমরান খান সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য তার সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করেছেন।

পাকিস্তান সংসদ আগামীকাল নতুন প্রধানমন্ত্রী বাছাই করা হবে। সেই লড়াইয়ে বিরোধী দলগুলোর প্রার্থী শাহবাজ। অন্যদিকে অনাস্থায় গতকাল শনিবার মধ্যরাতের পর সংসদে অনাস্থাভোটে প্রধানমন্ত্রীত্ব হারালেও হাল ছাড়ছেন না ইমরান খান। তিনিও তার দল থেকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির নাম ঘোষণা করেছেন। তবে তাঁর জয়ের সম্ভাবনা বলতে গেলে নেই। রবিবার (১০ এপ্রিল) পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে এএনআই। সম্মিলিত বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন শাহবাজ শরিফ। আগামীকাল সোমবার (১১ এপ্রিল) পাকিস্তানের জাতীয় পরিষদে নতুন প্রধানমন্ত্রী বেছে নেওয়া হবে। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বহু দূর এগিয়ে আছেন অধুনা সংসদে বিরোধী দলনেতা তথা পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর প্রবীণ নেতা শাহবাজ শরিফের। বড় কোনো উলটপালট না হলে নওয়াজ শরিফের ডানহাত হিসেবে পরিচিত শাহবাজই বসতে চলেছেন ইমরান খানের ছেড়ে যাওয়া প্রধানমন্ত্রীর পদে। বিলাবল ভুট্টো সম্ভবত পাকিস্তানের নতুন বিদেশমন্ত্রী হচ্ছেন বলে জানা যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App