×

সারাদেশ

কেন্দুয়ায় ছয় কৃষককে ধান মাড়াই মেশিন দিলেন অসীম কুমার উকিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ০৪:০১ পিএম

কেন্দুয়ায় ছয় কৃষককে ধান মাড়াই মেশিন দিলেন অসীম কুমার উকিল

রবিবার কেন্দুয়ায় সমন্ধিত ব্যবস্হাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে আওতায় বোরো মৌসুমে ভুর্তকি মূল্যে কম্বাইন হারবাষ্টার ধান কাটার মেশিন বিতরণ করেন অসীম কুমার উকিল এমপি।

আওয়ামী লীগ সরকার সব সময় কৃষকদের উন্নয়নের জন্য কাজ করে চলেছে। কৃষকরা যাতে তাদের ফসল কম খরচে তাদের উৎপাদন করতে পারে সে জন্য কৃষিতে সব ধরনের ভুর্তকি প্রদান করা হচ্ছে।

রবিবার (১০ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মাঠে ২০২১-২০২২ অর্থ বছরে সমন্ধিত ব্যবস্হাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে আওতায় বোরো মৌসুমে সরকারি উন্নয়ন সহায়তা (ভুর্তকি) মূল্যে কম্বাইন হারবাষ্টার ধান কাটার মেশিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন অসীম কুমার উকিল এমপি।

তিনি আরো বলেন, কৃষক বাচঁলে দেশ বাঁচবে, তাই আমাদের সব সময় কৃষকদের প্রতি নজর দিতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম এর সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা শাহজান কবিরের সন্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ও প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূইয়া,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূইয়া সহ অন্যান্য নেতারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি অসীম কুমার উকিল এমপি ছয় জন কৃষকের হাতে কম্বাইন হারবেষ্টার মেশিনের চাবি তুলে দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App