বলিউড সুন্দরী আয়েশা টাকিয়া বিমানবন্দরে হেনস্তার মুখে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সপরিবারে মুম্বাইয়ের ফ্লাইট ধরার সময় তাকে জোর করে লাইনচ্যুত করেন গোয়া বিমানবন্দরে কর্তব্যরত এক পুলিশ অফিসার। শুধু তাই নয়, নিরাপত্তাকর্মীরা তাকে স্পর্শ করেছিলেন বলেও অভিযোগ।
আয়েশার স্বামী ফারহান আজমি টুইটারে এই অভিযোগ করেছেন। তার বরাত দিয়ে একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এ সময় দুইজন নিরাপত্তাকর্মী তাদের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন।
এ ঘটনায় অফিসার আর পি সিং, এ কে যাদব, কমান্ডার রাউত এবং সিনিয়র অফিসার (এসপি ক্যাটাগরি) বাহাদুরের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ এনে ফারহান টুইট করতেই চারিদিকে সাড়া পড়ে যায়।
এ ঘটনায় ক্ষমা চেয়েছে গোয়া বিমানবন্দর কর্তৃপক্ষ। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, আপনাদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। বিষয়টি যথাযথভাবে তদন্ত করে দেখা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।