×

আন্তর্জাতিক

আচমকা ইউক্রেনে ব্রিটিশ প্রধানমন্ত্রী, জেলেনস্কির সঙ্গে বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২২, ০৯:৪০ পিএম

আচমকা ইউক্রেনে ব্রিটিশ প্রধানমন্ত্রী, জেলেনস্কির সঙ্গে বৈঠক

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রাজধানী কিয়েভে আকস্মিক বৈঠকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

কাকপক্ষীও ঘুনাক্ষরে টের পায়নি। ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে আচমকাই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে হাজির হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রাজধানী কিয়েভে গিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকও করেছেন তিনি। খবর বিবিসির

ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউক্রেন সফর নিয়ে কোনও সরকারি ঘোষণা ছিল না। বরিস জনসনের সঙ্গে জেলেনস্কির বৈঠকের ছবি যুক্তরাাজ্যের ইউক্রেনের দূতাবাসের তরফে টুইটারে পোস্ট করার পরেই বিষয়টি প্রকাশ্যে এসেছে।

১০ নম্বর ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, 'প্রধানমন্ত্রী বরিস জনসন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে ইউক্রেন সফরে গেছেন। ইউক্রেনের নাগরিকদের প্রতি সংহতি প্রকাশে তিনি সেখানে গেলেন।

তিনি আরও বলেন, 'ইউক্রেনে দীর্ঘদিনের সমর্থনের বিষয়ে তারা আলোচনা করবেন এবং প্রধানমন্ত্রী আর্থিক ও সামরিক সহায়তার একটি নতুন প্যাকেজ তৈরি করবেন।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App