×

খেলা

খালিদ-তাইজুলের আঘাতে দুই উইকেট হারিয়েছে প্রোটিয়ারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২২, ০৫:৩৮ পিএম

খালিদ-তাইজুলের আঘাতে দুই উইকেট হারিয়েছে প্রোটিয়ারা

শুক্রবার প্রোটিয়াদের প্রথম উইকেট তুলে নেন খালিদ আহমেদ

খালিদ-তাইজুলের আঘাতে দুই উইকেট হারিয়েছে প্রোটিয়ারা

প্রথম টেস্টের ন্যায় দ্বিতীয় ম্যাচেও আজ প্রোটিয়া শিবিরে প্রথম আঘাত হেনেছে খালিদ আহমেদ। এরপর মধ্যাহ্নভোজের বিরতি থেকে ফিরেই প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারকে ফিরিয়েছেন তাইজুল ইসলাম। পোর্ট এলিজাবেথে আজ শুক্রবার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। অর্ধশত রানের পার্টনারশিপ গড়তে ভালোভাবেই শুরু করেছিল দুই ওপেনার ডিন এলগার ও সারেল এরউই। তবে প্রথম ম্যাচে দলীয় শতরানের পর প্রথম উইকেটের পতন হলেও আজ দলীয় ৫২ রানেই ওপেনার সারেল এরউইকে হারিয়েছে প্রোটিয়ারা।

[caption id="attachment_343932" align="aligncenter" width="700"] প্রোটিয়া ওপেনার সারেল এরউইকে সাজ ঘরে ফিরিয়ে খালিদ আহমেদের উল্লাস[/caption]

বারোতম ওভারের শেষ বলে খালিদ আহমেদের বল ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেট রক্ষক লিটন দাসের হাতে। সাজঘরে ফেরার আগে ৪ চারের সাহায্যে ৪০ রান যোগ করেছিলেন নামের পাশে। মধ্যাহ্নভোজ থেকে ফিরে আসার পর ইনিংসের ৩৩তম ওভারে অর্ধশতক করা অধিনায়ক এলগারকে সাজঘরে ফিরতে বাধ্য করেছেন তাইজুল। তার ঘূর্ণিতে ব্যাটের কাণায় লেগে আবারো উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকা সেই লিটন দাসের হাতেই তালুবন্দি হয়েছেন প্রোটিয়া অধিনায়ক। আউট হওয়ার আগে ১০ চারের সাহায্যে করেছেন ৭০ রান। এই রিপোর্ট লিখা পর্যন্ত ৩৬ ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে প্রোটিয়াদের সংগ্রহ ১৪৯ রান। ব্যক্তিগত ৫২ রানে অপরাজিত আছেন পিটারসেন ও ২ রানে অপরাজিত আছেন টেম্বা বাভুমা।

প্রোটিয়াদের বিপক্ষে সাদা পোশাকে শুভ সূচনা করতে পারেনি টাইগাররা। তিন পেসার ও এক স্পিনার নিয়ে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে আটকে রাখতে পারেনি মুমিনুল হক। তবে আজ পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কে দুই পেসারের সঙ্গে দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছে লাল-সবুজের প্রতিনিধিরা। টপ অর্ডারেও এসেছে পরিবর্তন। প্রথম ম্যাচের ওপেনার সাদমান ইসলামের পরিবর্তে একাদশে এসেছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছে বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App