×

জাতীয়

মুন্সিগঞ্জের শিক্ষক হৃদয় চন্দ্রের নিঃশর্ত মুক্তি দাবি নির্মূল কমিটির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২, ০৭:৫৪ পিএম

মুন্সিগঞ্জের শিক্ষক হৃদয় চন্দ্রের নিঃশর্ত মুক্তি দাবি নির্মূল কমিটির

বৃহস্পতিবার মুন্সিগঞ্জের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের নিঃশর্ত মুক্তি দাবি করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ সদরের বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের নিঃশর্ত মুক্তি দাবি করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। আজ বৃহস্পতিবার নির্মূল কমিটির এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। ঘাদানিক আরও দাবি করে, ষড়যন্ত্রকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে বলা হয়, মৌলবাদীদের ষড়যন্ত্রের শিকার শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের নিঃশর্ত মুক্তি দাবি করছে নির্মূল কমিটি। পাশাপাশি যে কিশোর ছাত্ররা মৌলবাদী চিন্তাচেতনায় প্রভাবিত হয়ে শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলকে অপমান করে পুলিশে সোপর্দ করেছে, তাদের মধ্যে মানবিক চেতনার বিকাশ ঘটানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হচ্ছে।

শ্রেণিকক্ষে ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলকে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এর আগে আইন ও সালিশ কেন্দ্রও (আসক) তার নিঃশর্ত মুক্তি দাবি করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App