×

জাতীয়

র‌্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে বাড়তে পারে জঙ্গিবাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২২, ১২:১৭ পিএম

র‌্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে বাড়তে পারে জঙ্গিবাদ

মঙ্গলবার (৫ এপ্রিল) ওয়াশিংটনের স্থানীয় সময় সকালে ইনস্টিটিউট অব পিস আয়োজিত সংলাপে কথা বলেন সঞ্চালক অ্যাম্বাসেডর টেরেসিটা শেফার ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

র‌্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে জঙ্গিবাদ বেড়ে যেতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (৫ এপ্রিল) ওয়াশিংটনের স্থানীয় সময় সকালে ইনস্টিটিউট অব পিস আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাব এবং র‌্যাব-পুলিশের সাতজন কর্মকর্তার ওপর যে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তা দীর্ঘায়িত হলে দেশে জঙ্গিবাদ ও মানবপাচার বেড়ে যেতে পারে।

সংলাপের সঞ্চালক অ্যাম্বাসেডর টেরেসিটা শেফার এসময় ইউক্রেনে চলমান যুদ্ধে জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট না দেয়ার কারণ সম্পর্কে জানতে চান। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘে প্রথম প্রস্তাবটি দোষারোপের উদ্দেশ্যে পাস হওয়ার কারণে বাংলাদেশ ভোটদানে বিরত থেকেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App