×

শিক্ষা

বুয়েটের ভর্তি পরীক্ষা শুরু ৪ জুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২২, ০৬:৫৩ পিএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৪ জুন থেকে।

বুধবার (৬ এপ্রিল) বুয়েটের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুয়েট ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক অধ্যাপক মিজানুর রহমান বলেন, এবারও দুই ধাপে পরীক্ষা হবে। আগামী ৪ জুন প্রাথমিক বাছাই পরীক্ষা হবে। পরবর্তী সভায় কবে থেকে আবেদন করা শুরু হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এবারের ভর্তি পরীক্ষায় ২০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন। প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ৬ হাজার শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে পারবে। আগামী ১৮ জুন চূড়ান্ত পরীক্ষা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App