×

অর্থনীতি

ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন জামিনে মুক্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২২, ০৮:৪৮ পিএম

ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন জামিনে মুক্ত

ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিন।

ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন জামিনে মুক্ত হয়েছেন। বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সন্ধ্যায় তিনি মুক্তি পান।

কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, গত বছরের ২১ সেপ্টেম্বর শামিমা নাসরিনকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। মঙ্গলবার তার জামিনে মুক্তির আদেশ কারাগারে পৌঁছালে প্রক্রিয়া শেষে বুধবার সন্ধ্যায় তাকে মুক্তি দেয়া হয়।

টাকা নিয়ে সঠিক সময়ে পণ্য না দেয়ার অভিযোগে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে গত বছরের ১৬ সেপ্টেম্বর মামলা করেন এক গ্রাহক।

সে মামলায় সে দিনই বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালির এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের বাসায় অভিযান চালায় র‍্যাব। অভিযান শেষে রাসেল ও তার স্ত্রী শামীমাকে গ্রেপ্তার করা হয়।

এরপর তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একাধিক মামলা করেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। তাদের একাধিকবার রিমান্ডেও নেয়া হয়। সেই থেকে কারাগারে ছিলেন শামীমা নাসরিন। বুধবার জামিনে মুক্ত হয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App