×

সারাদেশ

ময়মনসিংহে কেজি দরে তরমুজ বিক্রি নিষিদ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২২, ০৯:৪৪ এএম

ময়মনসিংহে কেজি দরে তরমুজ বিক্রি নিষিদ্ধ

প্রতীকী ছবি

ময়মনসিংহে কেজি দরে তরমুজ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। সোমবার (৪ এপ্রিল) সন্ধ্যার আগে মহানগরীর নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে কেজিতে তরমুজ বিক্রি নিষেধ করে সিটি করপোরেশন।

এরপর কেজিতে তরমুজ বিক্রির বিষয়টি সমালোচনায় আসে। পরে মসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে তরমুজ ব্যবসায়ীদের কেজিতে তরমুজ বিক্রি করতে নিষেধ করেন।

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের প্রথম দিন তরমুজ কেজিতে বিক্রি করতে নিষেধ করা হয়েছে। এ নির্দেশনা না মানলে জরিমানা দিতে হবে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে নিয়মিত অভিযান চালানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App