×

আন্তর্জাতিক

পাকিস্তানে তিন মাসে জাতীয় নির্বাচন সম্ভব নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২২, ০১:৩৯ পিএম

পাকিস্তানে তিন মাসে জাতীয় নির্বাচন সম্ভব নয়

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানে তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন করা সম্ভব নয় বলে মত দিয়েছে দেশটির নির্বাচন কমিশনের এক কর্মকর্তা। তিনি বলেন, এক্ষেত্রে আইনি ও প্রক্রিয়াগত জটিলতা হতে পারে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন ও ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

নির্বাচন কমিশনের এ কর্মকর্তা জানান, পাকিস্তানে আরেকটি নির্বাচনের জন্য অন্তত ছয় মাস সময় প্রয়োজন। তিন মাসে দেশের সীমানা চিহ্নিতকরণ, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী উপকরণ সংগ্রহ এবং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া সম্ভব নয়।

বিরোধীদের অনাস্থা প্রস্তাব ঠেকাতে জাতীয় পরিষদ ভেঙে দেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। এরপর দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান তিন মাসের মধ্যে নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App