×

সারাদেশ

নড়াইলে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২২, ০৩:৫৩ পিএম

নড়াইলে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ছবি: ভোরের কাগজ

নড়াইলে মাদক মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। এ ছাড়াও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত।

মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে ১০ টায় জেলা দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

মামলা বিবরণে জানা যায়, লোহাগড়া থানার এসআই নয়ন পাটোয়ারী নেতৃত্বে লোহাগড়া কালনাঘাট এলাকায় গত ১৯ শে মার্চ ২০১৩ তারিখে রাতে আইনশৃংখলা রক্ষা, যানবাহন তল্লাসী ও মাদক উদ্ধার পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে কালনা ঘাটের বটগাছ সামনে রাস্তায় নড়াইল- ঢাকাগামী ঈগল পরিবহনে তল্লাসী করে বাসের চালক মিলন পোদ্দার এর সীটের নিচ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ বোতন ফেনসিডিল উদ্ধার করে।

এ সময় আসামি মিলন পোদ্দারকে গ্রেপ্তার করে। গাড়ী হেলপার পালিয়ে যায়। পরে গাড়ীর হাওয়া ট্যাংকির উপর চ্যাসিসের সাথে বাধা অবস্থায় ২টি কালো রঙের সাইড ব্যাগ থেকে ১২৯ ফেনসিডিল উদ্ধার করে।

এ ঘটনায় চালক ও হেলপারকে আসামি করে লোহাগড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। দীর্ঘ সাক্ষ্য প্রমান শেষে বিজ্ঞ বিচারক আসামিদের উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App