×

অপরাধ

সবুজবাগে গৃহকর্মী খুন: এসির মিস্ত্রী বাপ্পীর দোষ স্বীকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২২, ০৮:২৪ পিএম

সবুজবাগে গৃহকর্মী খুন: এসির মিস্ত্রী বাপ্পীর দোষ স্বীকার

প্রতীকী ছবি

সবুজবাগে গৃহকর্মী খুন: এসির মিস্ত্রী বাপ্পীর দোষ স্বীকার
সবুজবাগে গৃহকর্মী খুন: এসির মিস্ত্রী বাপ্পীর দোষ স্বীকার

প্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগ এলাকার বেগুনবাড়ি মাস্টার গলিতে বাসার মালামাল লুটের সময় বাধা দেয়ায় তানিয়া আফরোজ নামের এক গৃহকর্মীকে খুনের মামলায় গ্রেপ্তার এসির মিস্ত্রি বাপ্পী নিজের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার (৪ এপ্রিল) পাঁচদিনের রিমান্ড শেষে বাপ্পীকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় বাপ্পী স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) শেখ আমিনুর বাশার। এ আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী আসামির জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে আবার কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে গত ২৯ মার্চ মামলাটির প্রধান সন্দেহভাজন আসামি বাপ্পীকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া বাপ্পীর দুই সহযোগী রুবেল ও সুমন হোসেন হৃদয় পাঁচদিনের রিমান্ডে রয়েছেন।

গত ২৬ মার্চ রাতে নিহত তানিয়ার বাসায় এসি মেরামত করতে যান টেকনিশিয়ান বাপ্পী। তখন সুযোগমতো মালামাল লুট করতে গেলে তানিয়া বাধা দেন। এ সময় তানিয়াকে খুন করে বাসা থেকে ৩-৪ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোন ও নগদ প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যায় খুনি। বাকি দুইজন হত্যার সময় বাপ্পীর সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানা যায়। এছাড়া ওই নারীর মরদেহের পাশে মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় পড়ে ছিল তার দুই শিশুসন্তান। তাদের মধ্যে মেয়ের বয়স তিন বছর ও ছেলের বয়স ১০ মাস। এ ঘটনার পরদিন তার স্বামী ময়নুল ইসলাম সবুজবাগ থানায় মামলা দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App