×

চিত্র বিচিত্র

জালে ধরা পড়ল ৮ ফুট ও ১৬০ কেজির 'জীবন্ত ডাইনোসর'

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২২, ১১:৩৬ এএম

জালে ধরা পড়ল ৮ ফুট ও ১৬০ কেজির 'জীবন্ত ডাইনোসর'

জীবন্ত ডাইনোসর

নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। জালে যে এত বড় প্রাণী ধরা পড়বে, তা ভাবতেও পারেননি যুবক। তিনি যা ধরলেন, তা না কি 'জীবন্ত ডাইনোসর'।

ঘটনাটি ঘটেছে কানাডার অ্যালবের্তা এলাকায়। সেখানকার বাসিন্দা ব্রেইডেন রউস। সপ্তাহান্তে নদীতে মাছ ধরতে যান তিনি। জাল তুলতেই তার চক্ষুচড়ক গাছ হয়ে য়ায়। তিনি দেখেন, জালে ধরা পড়েছে ৮ ফুট ৬ ইঞ্চি লম্বা একটা দৈত্যাকার মাছ। যার ওজন প্রায় ১৬০ কিলোগ্রাম।

তিনি বলেন, মাছটাকে তোলার চেষ্টা করে, তখন কোনো মতেই হাত নাড়াতে পারছিলাম না। তখনই বুঝেছি, একটা বিশালাকার কিছু জালে ধরা পড়েছে। প্রাণিটার সঙ্গে প্রায় ২৫ মিনিট লড়াই করে ওটাকে ডাঙায় তুলতে পারি আমি।

এরপর এক মুহূর্তও নদীতে থাকেননি ব্রেইডেন রউস। সঙ্গে সঙ্গে পাড়ে চলে যান এবং এরপর দৈত্যাকার মাছটাকে নদীতেই চেড়ে দেন তারা। মাছটিকে 'জীবন্ত ডাইনোসর' বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App