×

খেলা

১৭৪ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে প্রোটিয়ারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২২, ০৪:৪১ পিএম

১৭৪ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে প্রোটিয়ারা

আজ রবিবার ডারবানে টাইগার বোলারদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন প্রোটিয়া ব্যাটাররা।

দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটের বিনিময়ে প্রোটিয়াদের সংগ্রহ ১০৫ রান। ৬৯ রানে এগিয়ে থেকে গতকাল শেষ দিকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। আজ রবিবার (৩ এপ্রিল) আরও ৯৯ রান যোগ করে ১৭৪ রানের লিড নিয়ে ব্যাট করছে স্বাগতিকরা। আজ মধ্যাহ্নভোজের আগে ২৯ ওভার ব্যাট করে ১ উইকেটের বিনিময়ে ৯৯ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা।

গতকাল শেষদিকে কোনো উইকেটের পতন না হলেও আজ ইনিংসের ১৯তম ওভারে প্রোটিয়া শিবিরে আঘাত হানে এবাদত হোসেন। উনিশতম ওভারের তৃতীয় বলে সারেল এরউইকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। সাজঘরে ফেরার আগে মাত্র ৮ রান করেছেন এরউই। তবে অপর প্রান্তে দাড়িয়ে থাকা আরেক ওপেনার ডিন এলগার ৭৩ বলে ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়েছেন। যদিও ব্যক্তিগত ৩৪ ও ৪৩ রানে নাজমুল হোসেন শান্ত ও ইয়াসির আলী রাব্বি এই এলগারের ক্যাচ নিতে ব্যর্থ হয়েছে। প্রথম সেশন শেষে ব্যক্তিগত ৬২ রানে অপরাজিত আছে ডিন এলগার ও ২১ রানে অপরাজিত আছেন পিটারসেন। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে সবগুলো উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৩৬৭ রান। এরপর বাংলাদেশ ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান জয়ের শতকের পরও ২৯৮ রানেই থেমে যায় টাইগারদের ইনিংস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App