×

আন্তর্জাতিক

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেছেন!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২২, ১০:৩৮ পিএম

অর্থনৈতিক সংকটে অস্থির হয়ে ওঠেছে শ্রীলঙ্কা। এ পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ড ডট কম। রবিবার (৩ এপ্রিল) এই অনলাইন গণমাধ্যমটি দাবি করেছে তারা সংশ্লিষ্টদের বরাতে এ তথ্য জানতে পেরেছে। তবে ভারতীয় গণমাধ্য নিউজএইটিটন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রধানমন্ত্রীর অফিস এমন খবর ভিত্তিহীন বলে এর নিন্দা জানিয়েছে। পিএমও থেকে বলা হয়ে মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের কোনো পরিকল্পনা নেই।

রিপাবলিক ওয়ার্ল্ড ডট কম আরও জানায়, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের খবর এমন এক সময়ে এসেছে যখন দেশটিতে জরুরি অবস্থা জারি করার পাশাপাশি ৩৬ ঘন্টার দীর্ঘ-কারফিউ চলা সত্ত্বেও সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

একইদিনে এর আগে শ্রীলঙ্কার প্রধান বিরোধী দল 'এসজেবি' এর সংসদ সদস্যরা রাজাপাকসের বিধিনিষেধ জারির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App