×

জাতীয়

রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু রবিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২২, ০৭:২৪ পিএম

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। রবিবার থেকে শুরু হচ্ছে রোজা। ইসলামী ফাউন্ডেশনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে চাঁদ দেখা কমিটির বৈঠক চলছে ইসলামীক ফাউন্ডেশনের সভাকক্ষে। সভায় সভাপতিত্ব করছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

বৈঠক সূত্র জানিয়েছে, বাংলাদেশের আকাশে সন্ধ্যায় চাঁদ দেখতে পেয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। চাঁদ দেখা গেছে শরীয়তপুর ও যশোরে। তাই রবিবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। ফলে আগামী ২৬ রমজান অর্থাৎ ২৮ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

করোনাভাইরাস মহামারির সংক্রমণ অনেকটা কমে আসায় এবার মসজিদে নামাজ আদায়ে তেমন কোনো বিধিনিষেধ নেই। তবে সংক্রমণ যেন আর বাড়তে না পারে সেদিকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছে সরকার। তাই মাস্ক ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App