রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে আরও সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এ কথা জানিয়েছেন।
পেন্টাগনের মুখপাত্র জানান, রাশিয়াকে মোকাবেলায় ইউক্রেনের নিরাপত্তার জন্য ৩০ কোটি ডলার সহায়তা দেয়া হবে। ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা, নিরাপত্তা ও সার্বভৌমত্বকে রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতি এটি।
আল জাজিরা জানায়, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরুর পর ইউক্রেনকে ১৬০ কোটিরও বেশি ডলার সহায়তা দানের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র।
ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যায়নি চীন
বিবিসির খবরে বলা হয়েছে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ইচ্ছাকৃতভাবে চীন এড়িয়ে যায়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। এর আগে চীনের বিরুদ্ধে সুকৌশলে বিষয়টি এড়িয়ে যাওয়ার অভিযোগ করেছে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের প্রধান আর্সুয়াল ভন ডে লায়েন বলেন, রাশিয়ার বিষয়ে চীনের পদক্ষেপ নজরদারি করার মতো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।