×

খেলা

বিশ্বকাপে মেসির প্রতিপক্ষ লেভানদোভস্কি, সহজ গ্রুপে ব্রাজিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২২, ১১:৪৭ পিএম

বিশ্বকাপে মেসির প্রতিপক্ষ লেভানদোভস্কি, সহজ গ্রুপে ব্রাজিল

কাতারের দোহা এক্সিবিশন ও কনভেনশন সেন্টারে ফিফা বিশ্বকাপের ২২তম আসরের আনুষ্ঠানিক ড্র সম্পন্ন হয়েছে শুক্রবার

বিশ্বকাপে মেসির প্রতিপক্ষ লেভানদোভস্কি, সহজ গ্রুপে ব্রাজিল

কাতারের দোহা এক্সিবিশন ও কনভেনশন সেন্টারে ফিফা বিশ্বকাপের ২২তম আসরের আনুষ্ঠানিক ড্র সম্পন্ন হয়েছে শুক্রবার। এখনো পর্যন্ত তিনটি দল বিশ্বকাপের কোয়ালিফাই নিশ্চিত না করলেও আজ  শুক্রবার (১ এপ্রিল) রাতে কাতার বিশ্বকাপের আটটি গ্রুপ ভাগ করা হয়েছে। ৩২ দলের নাম প্রথমে ৪টি পটে রাখা হয়েছিল। প্রতিটি পটে ছিলো আটটি করে দল। আগামী জুনের দুটি প্লে অফের মাধ্যমে নিশ্চিত হয়ে যাবে গ্রুপ “বি”, “ডি” ও “ই” তে কোন কোন দল নাম লিখবে। চলতি বছরের ২১ নভেম্বর ফিফা কর্তৃক আয়োজিত ২২তম বিশ্বকাপের পর্দা উঠবে কাতারে। এরপর কাতারের জাতীয় দিবস ১৮ ডিসেম্বর শেষ হবে বিশ্বকাপের এই আসর।

“এ” গ্রুপে: কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ডস

“বি” গ্রুপে: ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র, ইউরোপ প্লে অফ

“সি” গ্রুপে: আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড

“ডি” গ্রুপে: ফ্রান্স, প্লে অফ-১, ডেনমার্ক, তিউনিসিয়া

“ই” গ্রুপে: স্পেন, জার্মানি, জাপান, প্লে অফ-২

“এফ” গ্রুপে: বেলজিয়াম, মরক্কো, ক্রোয়েশিয়া, কানাডা

“জি” গ্রুপে: ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন

“এইচ” গ্রুপে: পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, ঘানা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App