×

খেলা

দ্বিতীয় টেস্টেও খেলা হচ্ছে না সাকিবের, যাচ্ছেন যুক্তরাষ্ট্রে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২২, ০৮:২২ পিএম

ওয়ানডে সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা সফর থেকে দেশে ফিরলেও দ্বিতীয় টেস্টে সাকিবের খেলার সম্ভাবনা ছিল। তবে শুক্রবার (১ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন না সাকিব। পরিবারের সঙ্গে ফিরবেন যুক্তরাষ্ট্রে।

এ বিষয়ে বিসিবি’র প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ক্রিকবাজকে বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে সাকিব খেলতে পারবে না। সে আমাদের জানিয়েছে যে, পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে ফিরছে। তার পরিবারকে সেখানে সবকিছু ঠিকঠাক করে দিতে হবে।’

এর আগে শারীরিক ও মানসিক অবসাদের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চাননি সাকিব। বোর্ডও তাকে ছুটি দিয়েছিল। পরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে করে দক্ষিণ আফ্রিকা যাওয়ার সিদ্ধান্ত নেন এবং দুই ফরম্যাটেই খেলার আগ্রহ প্রকাশ করেন।

সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডে ম্যাচে দল জয়ের পরই দেশ থেকে দুঃসংবাদ পান সাকিব। তার মা ও শাশুড়ি আগে থেকেই অসুস্থ ছিলেন। তারা আরও বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন। সঙ্গে ছোট দুই সন্তানকে ঠাণ্ডা-জ্বরে হাসপাতালে ভর্তি করা হয়। তারপরও দ্বিতীয় ওয়ানডে খেলেন সাকিব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App