×

চিত্র বিচিত্র

ছেলের জন্য সাড়ে ৯ লাখ টাকায় ট্যাংক বানালেন বাবা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২২, ১০:২৭ এএম

ছেলের জন্য সাড়ে ৯ লাখ টাকায় ট্যাংক বানালেন বাবা

ছেলের শখ পূরণে ট্যাংক বানিয়েছেন ভিয়েতনামের তুরং

সন্তানের শখ পূরণে মা-বাবা কত কী করেন। কিন্তু ভিয়েতনামের এক বাবা ছেলের শখের জন্য আস্ত একটি ট্যাংকই বানিয়ে ফেলেছেন। এখন বাবা-ছেলে দুজনে মিলে সেই ট্যাংকে করে দাপিয়ে বেড়াচ্ছেন। খবর ইকোনমিকস টাইমসের।

ঘটনাটি ঘটিয়েছেন ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের পূর্বাঞ্চলের বাক নিহ এলাকার বাসিন্দা তুরং ভেন দাও (৩১)। তিনি পেশায় কাঠমিস্ত্রী। তার কাছে থাকা ১৬টি আসনের একটি বাস দিয়েই তৈরি করেছেন ট্যাংক।

ট্যাংকের ওপর লাগিয়েছেন দুই দশমিক আট মিটার লম্বা একটি খেলনা ব্যারেলও। পুরোনো বাসটিকে কাঠের তৈরি ট্যাংকে রূপ দিতে তুরংয়ের তিন মাস সময় লেগেছে। খরচ হয়েছে সাড়ে ৯ লাখ টাকা।

যার জন্য এ ঘটনার সূত্রপাত, সে হলো তুরংয়ের তিন বছর বয়সী ছেলে। তার শখ আর আহ্লাদ পূরণের জন্যই বাবা তুরং এমন অদ্ভুত ঘটনা ঘটিয়েছেন। তিনি বলেন, যুদ্ধাস্ত্র নয়। মজা করার জন্য আমরা বাপ-বেটা মিলে এর মাধ্যমে ঘুরে বেড়াই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App