×

আন্তর্জাতিক

কলম্বোতে কারফিউ প্রত্যাহার, নারীসহ আটক ৪৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২২, ১২:২৮ পিএম

কলম্বোতে কারফিউ প্রত্যাহার, নারীসহ আটক ৪৫

শ্রীলঙ্কার কলম্বোতে শুক্রবার ভোরে কারফিউ প্রত্যাহার করা হয়েছে

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাসভবনের সামনে বিক্ষোভের প্রেক্ষিতে জারিকৃত কারফিউ প্রত্যাহার করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোর পাঁচটার দিকে এ কারফিউ প্রত্যাহার করা হয়। খবর আল জাজিরার।

এদিকে বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগে নারীসহ ৪৫ জনকে আটক করা হয়েছে।

কলম্বো পুলিশের মুখপাত্র এসএসপি নিহাল থালডুয়া জানান, দেশব্যাপী অর্থনৈতিক বিপর্যয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার দাবিতে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিক্ষোভ করলে পুলিশের সঙ্গে হাতাহাতি ও সংঘর্ষ হয়। এরপর কারফিউ জারি করা হয়।

শ্রীলঙ্কায় মুদ্রাস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ার ফলে দেশটিতে চরম অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে। অনেকে মনে করছেন, এটি শ্রীলঙ্কার সরকারের বিভিন্ন দেশ থেকে খামখেয়ালিভাবে ঋণ নেয়ার ফল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App