×

সাহিত্য

আবৃত্তিশিল্পী হাসান আরিফের চিরবিদায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২২, ০৩:০৬ পিএম

আবৃত্তিশিল্পী হাসান আরিফের চিরবিদায়

আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ

আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক চিরবিদায় নিয়েছেন। আজ শুক্রবার (১ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস জানান, শুক্রবার দুপুর একটা ৫০ মিনিটে রাজধানীর বাংলা‌দেশ স্পেশালাইজড হাসপাতা‌লের আইসিইউতে চি‌কিৎসাধীন অবস্থায় মারা যান হাসান আরিফ। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু জানান, দীর্ঘদিন ধরে ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন হাসান আরিফ। অবশেষে আজ চিরবিদায় নিয়ে চলে গেলেন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।

গত ২ ডিসেম্বর তার করোনা শনাক্ত হয়। চার মাস ধরে তাকে লাইফসাপোর্টে রাখা হয়েছিল।

আবৃত্তিশিল্পী হাসান আরিফ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নেতৃত্বে ছিলেন। মধ্য আশির দশক থেকে নিজে আবৃত্তি করছেন এবং সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা পালন করেছেন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে অসামান্য ভূমিকা পালন করেছেন গুণী এ আবৃত্তিশিল্পী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App