কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়লেন মুহিব্বুল্লাহর পরিবার

আগের সংবাদ

আরও বাংলাদেশি কর্মী নেয়ার আশ্বাস দক্ষিণ কোরিয়ার

পরের সংবাদ

শুক্র-শনিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না

প্রকাশিত: এপ্রিল ১, ২০২২ , ৯:১৪ পূর্বাহ্ণ আপডেট: এপ্রিল ১, ২০২২ , ৯:১৪ পূর্বাহ্ণ

সরবরাহ লাইনের মেরামত কাজের জন্য ঢাকা ও নারায়ণগঞ্জের আশেপাশের বেশ কয়েকটি এলাকায় ২৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আজ শুক্রবার (১ এপ্রিল) সকাল আটটা থেকে শনিবার (২ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের সরবরাহ পাইপলাইন মেরামত কাজের জন্য শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত গোদনাইল, হাজিগঞ্জ, ওয়াপদা পুল, ফতুল্লার পঞ্চবটি, মাইজদাইর, চাষাড়া, কুতুবাইল, ধর্মগঞ্জ তক্কার মাঠ, পাগলা, কুতুবপুর ইউনিয়ন, ঢাকা ম্যাচ, মুক্তারপুর, নারায়ণগঞ্জ বিসিক এলাকা, ধর্মগঞ্জ, সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ, আদমজী, কাঁচপুর, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও নারায়ণগঞ্জ শহরের অধিকাংশ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়