চাঁদ দেখা গেছে, সৌদি আরবে রোজা শুরু শনিবার

আগের সংবাদ

চার উইকেট হারিয়ে ডারবানে ব্যাকফুটে টাইগাররা

পরের সংবাদ

জাতীয় চিত্রশালায় ৬০ শিশু-কিশোরের ব্যতিক্রমী চিত্রপ্রদর্শনী

প্রকাশিত: এপ্রিল ১, ২০২২ , ৯:৫১ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ১, ২০২২ , ১০:০৪ অপরাহ্ণ

যতদূর চোখ যায় শুধু সারি সারি ছবি। কোথাও গ্রাম, কোথাও নগর আবার তাতে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধ ও বাঙালির বিজয় গাঁথা অনন্য মহাকাব্য। সবই কচি হাতের আঁকা। ছোট্ট কাঁচা হাতে বুনেছে আগামীর জয়নুল আবেদীন কিংবা এসএম সুলতানের উত্তরসুরি হওয়ার প্রয়াস।

মহান বিজয় দিবসের ৫০ বছর উপলক্ষে শুক্রবার (১ এপ্রিল) এমনই এক ব্যতিক্রমী চিত্রপ্রদর্শনী হয়ে গেল রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায়। যেখানে ঠাঁই পেয়েছে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৬০ জন শিশু-কিশোরের চিত্রকর্ম। এমন অভিনব আয়োজন করেছে ‘শিল্পের চিত্র’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান মৃধা বেনু, বিশেষ অতিথি ছিলেন আইডব্লিউএস বাংলাদেশের সভাপতি এবং ফোকাস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিচালক চিত্রশিল্পী মো. কাওসার হোসেন, কবি ও সাহিত্যিক মিজাহারুল ইসলাম, চিত্রশিল্পী ও লেখক গোলাম মোহাম্মদ জোয়ারদার এবং কবি ও সম্পাদক সাইফুল ইসলাম।

চিত্র প্রদর্শনীতে অতিথিদের কাছ থেকে সনদ ও উপহার নিচ্ছে এক প্রতিযোগী। ছবি: ভোরের কাগজ

শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনী নিয়ে অনুষ্ঠানে ‘শিল্পের চিত্রে’র প্রতিষ্ঠাতা চিত্রশিল্পী প্রীতি দেব ও চিত্রশিল্পী বিলাস দাস প্রেম অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

তারা বলেন, এই প্রতিষ্ঠানটি গত তিন বছর ধরে বিভিন্নভাবে প্রতিযোগিতার আয়োজন করে আসছে। শিশু-কিশোররা যাতে সারাদেশের মানুষের কাছে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারে- সেটাই আমাদের প্রচেষ্টা।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক, সনদ ও উপহার তুলে দেন অতিথিরা।

এসআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়