×

আন্তর্জাতিক

তিন মাসের শিশু বিক্রি হলো সাতবার, গ্রেপ্তার ১১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২২, ১১:২৫ এএম

তিন মাসের শিশু বিক্রি হলো সাতবার, গ্রেপ্তার ১১

প্রতীকী ছবি

তিন মাস বয়সের এক শিশুকে বিক্রির দায়ে মানবপাচার চক্রের ১১ জন সদস্যকে গ্রেপ্তার করেছে হায়দ্রাবাদ পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশে। খবর টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে ও এনডিটিভির।

হায়দ্রাবাদ পুলিশ জানায়, শিশুটির বাবা ৭০ হাজার রুপির বিনিময়ে তাকে বিক্রি করে দেন এবং বিভিন্ন মানবপাচার চক্রের এসব সদস্য শিশুটিকে পেয়েছেন। বাবাকে অভিযুক্ত করে শিশুটির মা ও দাদির মামলা দায়েরের পর বিষয়টি সামনে আসে।

মঙ্গলগিরি পুলিশ স্টেশনের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট জে. রামবাবু বলেন, তিন মাস বয়সের এ শিশুকে আমরা নিরাপদে উদ্ধার করেছি এবং তার অভিভাবকদের হাতে তুলে দিয়েছি। শিশুটি একাধিকবার হাতবদল হয়েছে এবং তার বাবার আগে থেকে অপরাধে জড়িত হওয়ার তথ্য প্রমাণ নেই। সর্বশেষ শিশুটিকে আড়াই লাখ রুপিতে বিক্রি করে দেয়া হচ্ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App