×

আন্তর্জাতিক

ইউক্রেনকে ‘দ্বিতীয় আফগানিস্তান’ বানাতে চায় পশ্চিমারা: রাশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২২, ১০:২৪ এএম

ইউক্রেনকে ‘দ্বিতীয় আফগানিস্তান’ বানাতে চায় পশ্চিমারা: রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের মধ্যে কিয়েভকে 'দ্বিতীয় আফগানিস্তানে' পরিণত করার চেষ্টা করছে পশ্চিমারা। বুধবার (৩০ মার্চ) চীন সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাখদুম শাহ মাহমুদ কোরেশির সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন তিনি।

আরব সম্প্রচারমাধ্যম আলমায়াদীনের খবরে বলা হয়, আফগানিস্তানকে যারা বিশ্ব রাজনীতির কেন্দ্রে পরিণত করার চেষ্টা করেছিল, তারা এখন ইউক্রেনকে আফগানিস্তানের জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে।

আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) চীনের তুন্সি শহরে আফগানিস্তান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। চীন ও রাশিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানও এতে অংশগ্রহণ করবে।

এছাড়া বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গেও বৈঠক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। বৈঠক শেষে ওয়াং ই বলেন, চীন ও রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে আগের চেয়ে আরও দৃঢ় প্রতিজ্ঞ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App