×

আন্তর্জাতিক

আত্মসমর্পণ করলেই গোলাবর্ষণ বন্ধ হবে, পুতিনের হুঁশিয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২২, ১২:৪৬ এএম

ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করলেই মারিউপোল শহরে গোলাবর্ষণ বন্ধ করা হবে বলে জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার রাতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ফোনালাপে তিনি একথা বলেন।

বিবিসি ও দ্য গার্ডিয়ান জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন মারিউপোল থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে নেয়ার পরিকল্পনা বিবেচনায় রাজি হয়েছে বলে ফ্রান্সের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এদিকে ফ্রান্সের এলিসি প্রাসাদের কর্মকর্তারা মারিউপোলের বর্তমান অবস্থাকে ‘বিপর্যয়কর’ আখ্যা দিয়েছেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাশিয়া। কয়েক দফা বৈঠকের পরেও এখন অবধি সমাধানে পৌঁছতে পারেনি কোনো পক্ষই। এদিকে বুধবার তুরস্কের ইস্তাম্বুলে এক বৈঠকে রাশিয়ার উদ্দেশ্যে আট দফা প্রস্তাব দিয়েছে ইউক্রেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App