চিকিৎসক বুলবুল হত্যায় চার ছিনতাইকারী রিমান্ডে

আগের সংবাদ

নিউজ ফ্ল্যাশ

পরের সংবাদ

তিন উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৬৫

প্রকাশিত: মার্চ ৩১, ২০২২ , ৭:৩৭ অপরাহ্ণ আপডেট: মার্চ ৩১, ২০২২ , ৭:৩৯ অপরাহ্ণ

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে আজ প্রথম দিনে দ্বিতীয় সেশন শেষে ৩ উইকেটের বিনিময়ে স্বাগতিকদের সংগ্রহ ১৬৫ রান। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ডারবানের কিংসমিডে টস জিতে ফিন্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল টাইগার অধিনায়ক মুমিনুল হক।

প্রোটিয়াদের হয়ে অধিনায়ক ডিন এলগার ১০১ বলে ৬৭ রান করেছেন। খালেদ আহমেদের লাফিয়ে ওঠা বলে হকচকিয়ে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন দক্ষিণ আফ্রিকান এই ওপেনার। এছাড়া আরেক ওপেনার সারেল আরভিয়া আউট হয়েছেন ব্যক্তিগত ৪১ রানে। মেহেদি হাসান মিরাজের বল ব্যাটের কোণায় লেগে স্টাম্পে আঘাত হানে। অর্ধশতকের আক্ষেপ নিয়েই সাজঘরে ফিরতে হয়েছে তার।

এরপর পিটারসনকে দারুণ থ্রোতে রান আউটের ফাঁদে ফেলেন মেহেদি হাসান মিরাজ। তাসকিন আহমেদের বলে টেম্বা বাভুমা অফ সাইডে ঠেলে দিয়ে প্রান্ত বদল করতে চাইলে পিটারসন আসার আগেই সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙ্গে দেন মিরাজ। দ্বিতীয় সেশনের আগে আর কোনো উইকেট না হারিয়ে ৫৩ ওভারে ১৬৫ রান সংগ্রহ করেছে দক্ষিন আফ্রিকা। টেম্বা বাভুমা (২২) ও রায়ান রিকেল্টন (১১) রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেয়েছেন খালিদ আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়