×

জাতীয়

৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ১২:০০ পিএম

আজ ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। বুধবার (৩০ মার্চ) সরকারী কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্রের বরাদ দিয়ে গনমাধ্যমে এ তথ্য ওঠে আসে। জানা যায়, এ বিসিএসে বাড়বে পদসংখ্যা। কাস্টমস ক্যাডারে বাড়বে ৪০টি পদ।

সূত্রের খবর, ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে আজ পিএসসিতে বৈঠক রয়েছে। বৈঠক শেষে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। এ বিসিএস পরীক্ষা করোনা মহামারির কারণে বারবার বাধাগ্রস্ত হয়েছে। পিএসসিকে ভাইভা পরীক্ষা নিতেও বেগ পোহাতে হয়েছে। করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে অনেকবার স্থগিত করে আবার শুরু করতে হয়েছে। সব মিলিয়ে এ বিসিএস করোনার কারণে পিছিয়ে পড়ে।

উল্লেখ্য গত বছরের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১০ হাজার ৯৬৪ জন পাস করেন। ২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাঁদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App