×

আন্তর্জাতিক

রাশিয়ার সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ০৯:১৩ পিএম

রাশিয়ার সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

বুধবার রাশিয়ার একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করে ইউক্রেন। ছবি: সংগৃহীত

এবার রাশিয়ার মূল ভুখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। তবে এ ঘটনার সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির খবরে বলা হয়, ইউক্রেনের ১৯তম ক্ষেপণাস্ত্র ব্রিগেডের ওটিআর-২১ টোকখা-ইউ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার একটি সামরিক ডিপো ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনীয় সাংবাদিক ইউরি বুটুসভ।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাশিয়া। এরপর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইউক্রেন সীমান্তে রাশিয়ার একটি অস্থায়ী সামরিক ক্যাম্পে একটি গোলা আঘাত হেনেছে। এতে চারজন বেসামরিক লোক আহত হয়েছেন।

এর আগে বেলগোরোদের গভর্নর ভাইচেসলাভ গ্লাদকভ বলেছিলেন, শহর থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ক্রাসনি অক্তিবর গ্রামের কাছে বিস্ফোরণগুলো ঘটেছে। কিন্তু বিস্ফোরণের কারণ নিয়ে মুখ খোলেননি তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App