×

জাতীয়

বঙ্গবন্ধু কাপ নৌকাবাইচ: বাংলাদেশ সবুজ ও কলকাতা বেঙ্গল সেরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ০৯:২৮ পিএম

বঙ্গবন্ধু কাপ নৌকাবাইচ: বাংলাদেশ সবুজ ও কলকাতা বেঙ্গল সেরা

বুধবার বিকেলে রাজধানীর হাতিরঝিলে বাংলাদেশ রোইং ফেডারেশন আয়োজিত দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা উদ্বোধনের পর বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: ভোরের কাগজ

বঙ্গবন্ধু কাপ নৌকাবাইচ: বাংলাদেশ সবুজ ও কলকাতা বেঙ্গল সেরা

বুধবার বিকেলে রাজধানীর হাতিরঝিলে বাংলাদেশ রোইং ফেডারেশন আয়োজিত দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ও অন্যরা। ছবি: ভোরের কাগজ

ঢাকার হাতিরঝিলে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক নৌকাবাইচ প্রতিযোগিতায় বাংলাদেশ সবুজ দল ও ভারতের কলকাতা বেঙ্গল ওয়াটার স্পোর্টস ক্লাব যথাক্রমে পুরুষ ও মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। রানার্স আপ হয়েছে কলকাতা বেঙ্গল ওয়াটার স্পোর্টস ক্লাব পুরুষ ও বাংলাদেশ লাল মহিলা দল।

বুধবার (৩০ মার্চ) বিকেলে রাজধানীর হাতিরঝিলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ রোইং ফেডারেশন আয়োজিত একদিনের এ প্রতিযোগিতা উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

[caption id="attachment_342599" align="aligncenter" width="700"] বুধবার বিকেলে রাজধানীর হাতিরঝিলে বাংলাদেশ রোইং ফেডারেশন আয়োজিত দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ও অন্যরা। ছবি: ভোরের কাগজ[/caption]

রোইং ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওসারের সভাপতিত্বে ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী এবং রাজধানী উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নূরী সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন। দেশের ১৪টি ও ভারতের চারটি, মোট ১৮টি দল প্রতিযোগিতায় অংশ নেয়।

উদ্বোধনী বক্তৃতায় দেশের নদ-নদী আমাদের শরীরের শিরা-উপশিরার মতো উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশে একসময় ১২শ’ নদী ছিলো এখন সেটি কমে ৭শ’ হয়েছে। নদীগুলো দেশের শিরা-উপশিরা। নদী কমে যাওয়ায় নৌকাবাইচও কমে গেছে। নদ-নদীর তীর যারা দখল করে, নদী বা জলাশয় ভরাট কিংবা দুষিত করে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা দরকার।

এক সময়ের দুর্গন্ধময় হাতিরঝিলকে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রকল্প গ্রহণ করে এ্যাম্ফিথিয়েটার প্রতিষ্ঠাসহ নান্দনিক রূপ দেয়া হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, নৌকাবাইচ প্রতিযোগিতা নগর জীবনে একটি নতুন মাত্রা যোগ করলো। আশা করি রোইং ফেডারেশন নিয়মিতভাবে হাতিরঝিলে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করবে।

প্রসঙ্গক্রমে তথ্যমন্ত্রী বলেন, নৌকার সঙ্গে আমাদের সম্পর্ক শুধুমাত্র নদীপাড়ায় নয়, আমরা যারা আওয়ামী লীগ করি, আমাদের আওয়ামী লীগের প্রতীক হচ্ছে নৌকা। নৌকা আবহমান বাংলার হাজার বছরের পুরনো বাঙালির চিহ্ন।

বাংলাদেশ রোইং ফেডারেশনের সহ সভাপতি মোহাম্মদ মনিরুল আলম, সাধারণ সম্পাদক হাজী মো. খোরশেদ আলম, প্রতিযোগিতার স্পন্সরকারী মাসুদ স্টিল ডিজাইন বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে এম মাসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App