পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের দুজন মন্ত্রী পদত্যাগ করেছেন। তারা হলেন- কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিমন্ত্রী সৈয়দ আমিনুল হক এবং আইন ও বিচারমন্ত্রী ফারোগ নাসিম।
এর আগে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) গুরুত্বপূর্ণ জোটসঙ্গী মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম-পি) জোট ছেড়ে দেয়।
গত ৮ মার্চ জাতীয় পরিষদে পাকিস্তানের বিরোধী দলগুলো ইমরান খান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের আবেদন করে। গত সোমবার (২৪ মার্চ) জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।