করোনায় একদিনে আরও ২ মৃত্যু, শনাক্ত ৭২

আগের সংবাদ

প্রীতির বাবা-মার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিরা, সহায়তার আশ্বাস

পরের সংবাদ

অভিজাত এলাকায় পানি-গ্যাস-বিদ্যুৎ বিল বাড়ানোর প্রস্তাব: মন্ত্রী

প্রকাশিত: মার্চ ৩০, ২০২২ , ৫:৪৬ অপরাহ্ণ আপডেট: মার্চ ৩০, ২০২২ , ৬:১৪ অপরাহ্ণ

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, রাজধানীতে পানি-গ্যাস-বিদ্যুৎ ও হোল্ডিং ট্যাক্সসহ অন্যান্য সার্ভিসের জোনভিত্তিক মূল্য নির্ধারণ করতে হবে। নাগরিক সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে অটোমেশনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

আজ বুধবার (৩০ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশনের হলরুমে আয়োজিত রাজস্ব বিভাগের অটোমেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গুলশান-বনানী-বারিধারার মতো অভিজাত এলাকা ও যাত্রাবাড়ির পানি-বিদ্যুৎ-গ্যাসসহ অন্যান্য ইউটিলিটিক্যাল সার্ভিসের চার্জ যদি সমান হয় তাহলে সবাই তো অভিজাত এলাকায় থাকতে চাইবে। কেউ তো যাত্রাবাড়ী বা কম সু্যোগ-সুবিধা সংবলিত এলাকায় থাকতে চাইবে না। তাই জোনভিত্তিক সার্ভিসের মূল্য নির্ধারণ করা এখন সময়ের দাবী।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমতাভিত্তিক ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ার স্বপ্ন দেখেছিলেন। আর সে স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রতিটি নাগরিকদের কাছ থেকে রাজস্ব আদায় করে। গরীবদের টাকা দিয়ে তো ধনীদের সাবসিডি দেয়ার সুযোগ নেই।

অনুষ্ঠানে তাজুল ইসলাম বলেন, অটোমেশিনের মাধ্যমে সত্যিকার অর্থে নাগরিক সেবা সহজিকরণের পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব। অটমেশন ব্যবস্থাপনায়ও কিছু চ্যালেঞ্জ রয়েছে তবে সেগুলোকে মোকাবেলা করতে হবে। আমাদের সতর্ক থাকতে হবে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়