অস্কারের মঞ্চে স্ত্রীকে কটাক্ষ করে কৌতুক বলায় সোমবার উপস্থাপককে চড় মেরেছিলেন অভিনেতা উইল স্মিথ। এবার প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে উপস্থাপক ক্রিস রকের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, আমার আচরণ ছিল ‘অগ্রহণযোগ্য’ ও ‘অমার্জনীয়’।
মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর নিশ্চিত করেছে।
উইল স্মিথ বলেন, আমি প্রকাশ্যে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। নিঃসন্দেহে আমি ভুল করেছি। অস্কারের মঞ্চে এমন অনভিপ্রেত আচরণ করা ঠিক হয়নি।
দেখুন : ক্ষমা চাইলেন উইল স্মিথ
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।