×

সারাদেশ

আ. লীগের দুই গ্রুপে সংঘর্ষে বন্ধ বেনাপোল-কলকাতা সড়ক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ০৬:৩৬ পিএম

আ. লীগের দুই গ্রুপে সংঘর্ষে বন্ধ বেনাপোল-কলকাতা সড়ক

সোমবার বেলা ১১টায় বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: ৯২৫) এর কার্যালয়ের দখল নেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। ছবি: সংগৃহীত

বেনাপোল স্থলবন্দরে শ্রমিক ইউনিয়নের আধিপত্য নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে বেনাপোল-কলকাতা সড়কে যান চলাচল দীর্ঘসময়ের জন্য বন্ধ হয়ে যায়। যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে। সোমবার (২৮ মার্চ) বেলা ১১টায় বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: ৯২৫) এর কার্যালয়ের দখল নেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সংগঠনটির বর্তমান ও সাবেক সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। যশোরের নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল ইমরান এ তথ্য জানান।

তিনি সাংবাদিকদের বলেন, 'বন্দরে শ্রমিক সংগঠনের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ ঘটনায় জড়িত অভিযোগে আহত অবস্থায় দুজনকে আটক করা হয়েছে বলেও জানান এএসপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App