শুরু হলো একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন। সোমবার (২৮ মার্চ) বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। এর আগে বিকেল ৪টায় স্পিকারের নেতৃত্বে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হয়। বৈঠকে সপ্তদশ অধিবেশনে সভাপতিমন্ডলীর সদস্য মনোনীত করা হয়।
স্পিকার শুরুতে তাদের নাম ঘোষণা করেন। তারা হলেন- শহীদুজ্জামান সরকার, শামসুল হক টুকু, কাজী ফিরোজ রশীদ, জুয়েল আরেং ও শিরিন আহমেদ।
এর পরে স্পিকার সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দীন আহমদ, এমপি আবুল কাশেম, কাজী রোজী, সৈয়দ মকবুল হোসেন, ভারতীয় কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকার, সন্ধ্যা মুখার্জী, বাপ্পী লাহিড়ী প্রমুখের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন। পরে সংসদে তা গৃহিত হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।