×

জাতীয়

সম্পাদকদের সঙ্গে ইসির সংলাপ ৬ এপ্রিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ০৪:০২ পিএম

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য করতে করণীয় নির্ধারণে এবার সম্পাদকদের সঙ্গে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আগামী ৬ এপ্রিল বুধবার ৪০ জন সম্পাদক ও সিনিয়র সাংবাদিক প্রতিনিধির সঙ্গে সংলাপে বসবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃতাধীন কমিশন।

ওইদিন সকাল ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে তৃতীয় ধাপের এই সংলাপটি অনুষ্ঠিত হবে। এর আগে, গত ১৩ মার্চ শিক্ষক সমাজ এবং ২২ মার্চ সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে দুই ধাপে সংলাপ করে ইসি।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও পরিচালক জনসংযোগ এস এম আসাদুজ্জামান বলেন, আগামী ৬ এপ্রিল সম্পাদক ও সিনিয়র সাংবাদিকের সঙ্গে সংলাপ করার সম্ভাব্য তারিখ চূড়ান্ত করা হয়েছে। তিনি আরও বলেন, আজকালের মধ্যে আমন্ত্রণ চিঠি পাঠানো শুরু হচ্ছে। তবে শেষ পর্যন্ত কতজনকে আমন্ত্রণ জানান হবে তার তালিকা এখনো চুড়ান্ত হয়নি। এর পরে দলগুলোর সঙ্গে সংলাপ করা হবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App