×

রাজধানী

সদরঘাটে লঞ্চে আগুন, নিয়ন্ত্রনে ৭ ইউনিট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ১২:৩৯ পিএম

সদরঘাটে লঞ্চে আগুন, নিয়ন্ত্রনে ৭ ইউনিট

অগ্নিদগ্ধ ‘অ্যাডভেঞ্চার-৯’ নামের লঞ্চটি

রাজধানীর সদরঘাটে ‘অ্যাডভেঞ্চার-৯’ নামের একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৭ মার্চ) সকাল ১০টা ৫২ মিনিটে লঞ্চ টার্মিনাল মসজিদের পাশের এই লঞ্চটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুনের খবর পেয়ে সকাল ১০টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট।

ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ জানা যায়নি। নেভানো শেষে বিস্তারিত জানানো হবে।

তিনি আরও বলেন, সদরঘাটের ৫ নম্বর পন্টুনে লঞ্চটি ভেড়ানো অবস্থায় ছিল। এতে আগুন লাগার কারণ জানা যায়নি।

লঞ্চটির সুপারভাইজার মো. মাসুদ জানান, ভেতরে কোনো যাত্রী নেই, কিন্তু আমাদের ৫০-৬০ জনের মতো স্টাফ আছে।

কর্মীদের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ধোঁয়ায় কিচ্ছু দেখা যাচ্ছে না। পরে কথা বলব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App