×

সারাদেশ

শূন্যরেখায় বিজিবি-বিএসএফের জয়েন্ট রিট্রিট উৎসব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২২, ১১:৩৩ পিএম

শূন্যরেখায় বিজিবি-বিএসএফের জয়েন্ট রিট্রিট উৎসব

শনিবার (২৬ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বাধীনতা দিবসে জয়েন্ট রিট্রিট উৎসবে বিজিবি ও বিএসএফের মধ্যে সৌহার্দ্য বিনিময় হয়। ছবি: ভোরের কাগজ

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে বিজিবি-বিএসএফের জয়েন্ট রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে পাঁচটায় বিজিবির ৬০ ব্যাটালিয়নের উদ্যোগে উৎসব পালিত হয়।

এতে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ফুল ও মিষ্টি উপহার দেয়া হয়। এসময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে দেয়া হয় উপহারসামগ্রী।

বিজিবির কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল মো. মারুফুল আবেদীন বলেন, বিজিবি-বিএসএফের মধ্যে বন্ধুভাবাপন্ন সম্পর্ক আছে এবং আগামী দিনে এটি বজায় থাকবে। আমরা আমাদের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি।

বিএসএফের ১২০ ব্যাটালিয়নের কমান্ডার রত্নেশ কুমার বলেন, জয়েন্ট রিট্রিট আমাদের দুই দেশের বন্ধুত্বের নিদর্শন। সীমান্তে আমাদের যে সমস্যা আছে সেগুলো আমরা (বিজিবি-বিএসএফ) মিলেমিশে সমাধান করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App