×

অর্থনীতি

আন্তর্জাতিক পুরস্কার পেলেন জিএলটিস লিডার দাইয়ান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২২, ১০:৩০ এএম

আন্তর্জাতিক পুরস্কার পেলেন জিএলটিস লিডার দাইয়ান

মো. মাহির দাইয়ান

আন্তর্জাতিক অঙ্গনে সম্মাননা পেলেন মো. মাহির দাইয়ান। গত ২৩ মার্চ নেপালের রাজধানী কাঠমুন্ডুতে শুরু হওয়া গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের নেক্সট জেনারেশন ইয়ুথ লিডারশিপ আন্তর্জাতিক সম্মেলন তাকে এ সম্মাননা দেওয়া হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত এইচ ই সালাউদ্দিন নোমান চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের ইয়ুথ কাউন্সিলের সহ সভাপতি, গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের সম্মানিত সভাপতি দিবাকর আরিয়াল সহ বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনের আরও সম্মানিত ব্যক্তিবর্গ।

গত ২৫ মার্চ জমকালো আয়োজনের মাধ্যমে শেষ হয় সম্মেলন যেখান সভাপতি হিসাবে ছিলেন নেপালের ইয়ুথ মিনিস্টার মহেশ্বর গহাতরাজ আথাক।

অনুষ্ঠানে মো. মাহির দাইয়ান সহ বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তিত্ব, মাননীয় সংসদ সদস্য শামীম হায়দার চৌধুরী, সোলাইমান সোখন, জিএলটিএস -এর সিইও এডভোকেট মাহিন মেহেরাব অনিকসহ আরো অনেকে সামাজিক অঙ্গনে ও তরুণ নেতৃত্বে বিশেষ অবদানের জন্য পুরস্কার ও সম্মাননা পদকপ্রাপ্ত হয়েছেন।

মো. মাহির দাইয়ান ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার সংস্থা গ্লোবাল ল থিংকস্ সোসাইটির ডেপুটি ডিরেক্টর ও ন্যাশনাল ব্যুরো অফ ইকোনোমিকস রিসার্চ এর একজন গবেষক। এছাড়াও তিনি একজন সমাজকর্মী। তিনি মূলত বাংলাদেশের পরিবেশ ও তরুণদের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App