মহান স্বাধীনতা দিবসে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) -এ স্থাপিত হলো বঙ্গবন্ধু কর্নার। শনিবার (২৬ মার্চ) ভোরে সংস্থাটির প্রধান ফটকে এ কর্নারের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত সচিব শহীদ উল্লাহ খন্দকার, রাজউক চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নূরী, ড্যাপের প্রকল্প পরিচালক ও নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলামসহ মন্ত্রণালয় ও রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করা হয়। অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল।
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার এই দিনে রাজউকে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। রাজউক এই কাজটি করেছে। যা সত্যিই অনেক আনন্দের, ভালো লাগার। একটা সময় বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। আজকে বঙ্গবন্ধু সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে। আগামী প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক ইতিহাস জানাতে হবে।
শহীদ উল্লাহ খন্দকার বলেন, বঙ্গবন্ধু প্রথমে জনমত সৃষ্টি করেছিলেন এবং পরে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এজন্য সর্বস্তরের মানুষের সমর্থন পেয়েছেন এবং স্বাধীনতার ঘোষণা অর্থবহ হয়েছিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।