×

আন্তর্জাতিক

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ০৩:১০ পিএম

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

হোয়াইট হাউস। ফাইল ছবি

রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৫ মার্চ) এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক কৌশলকে লক্ষ্য করেই গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। দেশটির সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান এসবেরব্যাংকের প্রধান নির্বাহী হারমান গ্রেফও এ নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। খবর আল জাজিরার।

একইসঙ্গে মার্কিন রাজস্ব বিভাগের ওয়েবসাইটের এক সতর্কবার্তায় বলা হয়েছে, রাশিয়া যেন নিষেধাজ্ঞা এড়াতে না পারে সেজন্য স্বর্ণ সংক্রান্ত রাশিয়ার লেনদেনেও মার্কিন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে।

বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার অভিযানের এক মাস পূর্ণ হয়। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রুশ সেনারা। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা পরিচালিত হচ্ছে। অন্যদিকে ইউক্রেনীয় সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। ফলে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত হয়েই চলেছে। এছাড়া ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ায় পাশ্চাত্যের বেশ কয়েকটি দেশ মস্কোর ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App