×

সারাদেশ

গুরুদাসপুরে পাকবাহিনীর গণহত্যায় নিহতদের এখনও মেলেনি স্বীকৃতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ০৩:৪৯ পিএম

গুরুদাসপুরে পাকবাহিনীর গণহত্যায় নিহতদের এখনও মেলেনি স্বীকৃতি

নাটোরের গুরুদাসপুরে আজ শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: ভোরের কাগজ

নাটোরের গুরুদাসপুরে আজ শুক্রবার (২৫ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেনের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল ও গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিনসহ আরও অনেকে।

এসময় ১৯৭১ সালের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল দুপুর ১২টার দিকে একসঙ্গে ১৬ জনকে চোখ ও হাত বেঁধে লাইনে দাঁড় করিয়ে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল পাক-হানাদার বাহিনী। নাটোরের গুরুদাসপুর পৌরসভার উত্তরনাড়ীবাড়ি এলাকায় এ গণহত্যা চালানো হয়। গণহত্যার পর নিহত ব্যক্তিদের বাড়িঘর আগুনে পুড়িয়ে দেয় পাকবাহিনী। সেদিনের গণহত্যায় নিহত সেই ১৬ জনের কেউ মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি। সংরক্ষণ করা হয়নি তাদের গণকবরও।

এ বিষয়ে গুরুদাসপুর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, ১৯৭১ সালে নিহত ব্যক্তিরা ছিলেন গণহত্যার শিকার। অথচ মুক্তিযোদ্ধার তালিকায় তাদের নাম নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App