×

জাতীয়

কার কাছে বিচার চাইব: প্রীতির বাবা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ০৯:২৭ পিএম

কার কাছে বিচার চাইব: প্রীতির বাবা

ছবি: সংগৃহীত

রাজধানীর শাহজাহানপুর এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে নিহত কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতির শান্তিবাগের বাসায় শোকের মাতম চলছে। নির্বাক হয়ে আছেন মা হোসনে আরা। শোকার্ত মা বলেন, বিচার চাই না। শুধু মেয়ের লাশ পৌঁছে দিলেই হবে। আর প্রীতির বাবা মো. জামাল উদ্দিন বলছেন, কার কাছে শাস্তি চাইব? কার কাছে বিচার চাইব।

জামাল উদ্দিন মেয়ের লাশ পেতে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গের সামনে অপেক্ষা করছিলেন। তখন সংবাদমাধ্যমকে জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। তবে মেয়ের লাশ রাজধানীর শাহজাহানপুর কবরস্থানে দাফন করার কথা ভাবছেন তিনি। লাশ পেলে আজকেই দাফন করবেন বলেও জানান।

জানা গেছে, রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন সামিয়া। অকৃতকার্য হওয়ায় আবার পরীক্ষা দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু (৫৪)। একই ঘটনায় নিহত হন যানজটে সড়কে আটকে রিকশায় বসে থাকা প্রীতি। টিপুর গাড়িচালক মনির হোসেন মুন্নাও গুলিতে আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

প্রীতির বাবা জামাল উদ্দিন বলেন, খিলগাঁওয়ের বান্ধবীর বাসা থেকে আমাদের বাসায় আসছিল সে। পরে ওর আম্মু বলল, তোর মামা চট্টগ্রাম থেকে আসছে, বাসায় থাকার সমস্যা, আজকে তোর আসার দরকার নাই, বান্ধবীর বাসায় থাক। পরে সে তার বান্ধবীর বাসায় ফিরে যাচ্ছিল, তখন এ ঘটনা ঘটে। তখন ওর বান্ধবী সঙ্গেই ছিল।

জামাল উদ্দিন বলেন, আমার মেয়ের পিঠের বাঁ পাশে গুলি লেগেছে। তাকে একটা গুলি লাগার ছবি দেখানো হয়েছে। সন্তানের এ রকম মৃত্যু কোনো মা-বাবারই জন্যই কাম্য নয় বলে কাঁদতে থাকেন তিনি।

শুক্রবার শাহজাহানপুর থানায় এ ঘটনায় মামলা হয়েছে। পিন্টুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম বাদী হয়ে অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিদের আসামি করে মামলাটি করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App