×

সম্পাদকীয়

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ১২:২৮ এএম

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল

দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এবার সিরিজ জয়ের মহাকাব্য লিখলেন তামিম-সাকিব-তাসকিনরা। সেঞ্চুরিয়নে শেষ ওয়ানডে ম্যাচে ৯ উইকেটে পাওয়া জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিলেন তামিম-সাকিবরা। টাইগারদের এ সাফল্যগাথা ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সোনার ছেলেদের নিপুণ ক্রিকেটশৈলীতে আমরাও উল্লসিত। বাংলাদেশ ক্রিকেট দলকে আমাদের প্রাণঢালা অভিনন্দন। এর মাধ্যমে ১২০ পয়েন্ট নিয়ে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকল বাংলাদেশ। দেশের ক্রিকেট ইতিহাসে এটি বড় অর্জন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনন্য অর্জনে বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকারী দলের দক্ষিণ আফ্রিকায় মাত্র ৯ম সিরিজ জয় এটি। বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতে তাক লাগিয়ে দেয় বাংলাদেশ। এবার দক্ষিণ আফ্রিকা সফরে সেই আত্মবিশ্বাস পুঁজি করে ২০ বছর ধরে প্রোটিয়া ভূমিতে পরাজয়ের দুঃসহ স্মৃতি বদলানোর প্রত্যয় ছিল ক্রিকেটারদের। বাংলাদেশের পক্ষে প্রথম বোলার হিসেবে প্রোটিয়াদের বিপক্ষে ৫ উইকেট নেন তাসকিন। জবাবে ২৬.৩ ওভারে ১ উইকেটে ১৫৬ রান তুলে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। ৯ উইকেটের এ জয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানে। এখন পর্যন্ত স্বাগতিক প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবুইয়ে। ষষ্ঠ দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়ল টাইগাররা। এটি বিদেশের মাটিতে বাংলাদেশের মাত্র সপ্তম সিরিজ জয়ের ঘটনা। মাত্র দুই যুগের অভিজ্ঞতায় বাংলাদেশ ক্রিকেট দল বিগত কয়েক বছরে সমীহযোগ্য উচ্চতায় পৌঁছেছে, তা কম গুরুত্বপূর্ণ নয়। এক সময় বাংলাদেশ বড় দলগুলোর সঙ্গে খেলার আগেই হেরে যেত। এখন আমরা অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, ভারত, পাকিস্তানের মতো শক্তিশালী দলকে মোকাবিলা করছি। তাদের সঙ্গে জয়ী হয়েছি একাধিকবার। স্বীকার করতেই হবে, বিশ্বকাপের আগে টাইগারদের ক্রিকেট জ্ঞান-ধ্যান, সাহস, টেকনিক, আত্মবিশ্বাস ও দায়-দায়িত্ব অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। বিশ্ব ক্রিকেটেই বাংলাদেশ এখন এক দুর্নিবার শক্তি। ক্রিকেটাররা যে বিশ্ব দরবারে শাসন করতে প্রস্তুত হচ্ছে, তাও বুঝিয়ে দিচ্ছে। এই জয়ের আনন্দে আত্মহারা হলে চলবে না, আত্মবিশ্বাসী হতে হবে। এই আত্মবিশ্বাসকে কাজে লাগানোর দৃঢ় সংকল্প নিতে হবে। জয়ের ধারা অব্যাহত থাকুক এই প্রত্যাশা ও শুভ কামনা আমাদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App